চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় রণজিৎ দাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ দুপুরে বাকলিয়া থানাধীন কালা মিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাকলিয়া থানা পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক রনজিৎকে ধাক্কা দেয়। এতে মারাত্বক ভাবে আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার