সিলেট নগরীর রিকাবিবাজারে রথের মেলায় চলছিল জমজমাট জুয়ার আসর। অবশেষে এই জুয়ার আসরে হানা দিয়েছে পুলিশ। ভেঙে দিয়েছে জুয়ার আসর। আর সেখান থেকে আটক করা হয়েছে ৬ জুয়াড়িকে। শনিবার বিকেলে কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।
জানা যায়, গত ২৫ জুন থেকে নগরীর রিকাবিবাজারে বসে রথের মেলা। ঈদের পরের দিন থেকে মেলায় বসানো হয় জুয়ার আসর। প্রকাশ্যে চলতে থাকে জুয়া। এনিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলেও প্রশাসন ছিল নিরব। অবশেষে বিকেলে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, রথের মেলায় জুয়া চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৭/আরাফাত