রাজধানীর চকবাজারে আজ দুপুরে একটি দোকানের ভেতর এয়ারকন্ডিশনার যন্ত্র বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/২ জুলাই, ২০১৭/ওয়াসিফ