বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে গাড়ি পোড়ানো ও নাশকতার সাত মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাই কোর্ট।
বিচারপতি মো মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর বেঞ্চ রবিবার জামিনের এই আদেশ দেয়।
আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির।
উল্লেখ্য, বরকত উল্লাহ বুলু গত ১৮ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে ৩১ মামলায় জামিন আবেদন করলে বিচারক কামরুল ইসলাম তাকে কারাগারে পাঠান।