চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকায় দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মো. এনাম (৪৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার সাইরাপাড়া এলাকার মৃত ওবায়দুল হকের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি দৌলতপুর এলাকায় রশিদা পুকুর নামক স্থানে বিবিরহাটগামী মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায় একটি বাস।
স্থানীয় কাউন্সিলর মোজাম্মেল হক বাবুল বলেন, এ সময় মোটরসাইকেল আরোহী এনাম ছিটকে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৭/মাহবুব