আশুলিয়ায় অভিনেতা এ আর মন্টুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছেন।
রবিবার দুপুরের ডিইপিজেড পশ্চিম জোনের গেটে এ হামলার ঘটনা ঘটে। হামলায় এ আর মন্টুসহ ২ জন আহত হয়েছেন এবং তার ব্যবহৃত পাজেরো জীপ গাড়িতে (ঢাকা মেট্রো- ঘ-১১-৮৫৮৭) ভাংচুর করেছে প্রতিপক্ষ ঝুট ব্যবসায়ীরা।
এ ব্যাপারে আহত অভিনেতা এ আর মন্টু বলেন, 'ডিইপিজেড পশ্চিম জোনের হোপলুন পোশাক কারখানার চুক্তিবদ্ধ ঝুট ব্যবসায়ী তিনি। রবিবার দুপুরের ওই কারখানাটি হতে ঝুটভর্তি ট্রাক বের হওয়ার কথা ছিল। এ সময় মন্টু তার ব্যক্তিগত পাজেরো জীপ গাড়িটি নিয়ে গেটের সামনে গেলে প্রতিপক্ষ ফারুক খাঁন এর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং তার ব্যবহৃত জীপটির চালকের পাশের কাঁচ ও গাড়িটির ওপরের ক্যারিয়ারটি ভাংচুর করে।'
এসময় আত্মরক্ষার্থে ডিইপিজেড গেটে দায়িত্বরত আনসারদের সহযোগিতায় রক্ষা পেলেও তার দু’হাত সন্ত্রাসীদের লাঠির আঘাতে গুরুতর জখম হয়।
জানতে চাইলে, ডিইপিজেড এর জেনারেল ম্যানেজার তানভীর আহমেদ বলেন, এ আর মন্টুর ব্যক্তিগত গাড়ি ভাংচুর ও তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলা করেছে সে ব্যাপারে তিনি জানেননা।
এই ঘটনার এ আর মন্টু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে আমার গাড়ীতে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমি বাধাঁ দিলে আমাকে মারধর করে।
এ প্রসঙ্গে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে কোন পক্ষই এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ০২ জুলাই, ২০১৭/ ই জাহান