কুমিল্লা রেল স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগির দু'টি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্টেশনের ১নং ফ্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ৫ শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন। প্রায় ৪ ঘন্টা পর দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন আসলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ব্যাপারে কুমিল্লা রেল স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, স্টেশনের ১নং ফ্ল্যাটফর্মে প্রবেশের সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন ও একটি বগির দু'টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটির ১৮টি বগিতে ৫ শতাধিক যাত্রী ছিল। দুপুর ১২টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি ইঞ্জিন আসলে ১৭টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
তবে এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেল রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। দুর্ঘটনা কবলিত ইঞ্জিন এবং বগিটিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকেল ৬টার দিকে উদ্ধার করবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/৩ জুলাই, ২০১৭/ওয়াসিফ