বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানি মামলা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে।
সোমবার দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
মামলার এজহার থেকে জানা যায়, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধে ‘বায়তুল মোকাররম এলাকায় পবিত্র কোরান শরীফে আগুন দেওয়ার ঘটনা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষের নেতৃত্বে হয়েছে’- এমকে আনোয়ার এমন মন্তব্যের পর একই বছরের ৭ মে মামলাটি দায়ের করেন দেবাশীষ বিশ্বাস। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ জুলাই, ২০১৭/মাহবুব