চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি তিনটি ফ্লাইট। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ফ্লাইট তিনটি অবতরণ করেছে। এর মধ্যে একটি অভ্যন্তরীণ ও দুটি আন্তর্জাতিক ফ্লাইটও ছিল বলে জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুর কবির।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি অভ্যন্তরীণ ফ্লাইট, জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। এতে চট্টগ্রামের যাত্রীদের সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম পাঠাবেন বলেও জানান তিনি।
জানা গেছে, সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-০০৩৬ ফ্লাইটটি আজ সকাল ১১টায় চট্টগ্রামের অবতরণ করার কথা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নামতে না পেরে দুপুর দেড়টার দিকে ঢাকায় অবতরণ করে। এদিকে ওই ফ্লাইটে অধিকাংশ যাত্রী ওমরাহ পালন করে ফিরছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার