পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তিন স্টেশন কমলাপুর, বিমানবন্দন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গত বছরের তুলনায় এবারের ঈদে রাজস্ব আয়ের পাশাপাশি যাত্রীও বেড়েছে। এ বছর ঈদ-উল-ফিতরের (ঈদের পূর্বে) ৫দিন আগে উক্ত তিন স্টেশনে মোট যাত্রী হয়েছে ৪২ হাজার ৬০’শ ১২জন যাত্রী এবং রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৫’শ ১৭ টাকা। এতে তিন স্টেশনে এবার যাত্রী বেড়েছে ৫৭ হাজার ৭’শ ৭২ জন এবং রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ৬’শ ১৬ টাকা। পাশাপাশি পূর্বাঞ্চলের অন্য স্টেশনগুলোতেও একইভাবে যাত্রী ও রাজস্ব বেড়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহাদাত আলী।
তাছাড়া নিরাপত্তাসহ বিভিন্ন ধরণের প্রশাসনিক মনিটরিং ব্যবস্থা কঠোর হওয়ায় ট্রেনের বিনা টিকিটের যাত্রী নেই। এতে পূর্বাঞ্চলের যাত্রী পরিবহন থেকে আয় অনেক বেড়েছে। তবে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপির নির্দেশনায় প্রতিনিয়ত কঠোর মনিটরিং ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দায়িত্বশীল কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে জানান সরদার শাহাদাত আলী।
পূর্বাঞ্চলের বানিজ্য বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি রেলওয়ে স্টেশন কমলাপুর, বিমানবন্দন ও চট্টগ্রামে গত বছরের তুলনায় এবারের ঈদের আগের ৫ দিনে যাত্রীর পাশাপাশি রাজস্ব আয়ও বেড়েছে। এ বছর ঈদ-উল-ফিতরের (ঈদের পূর্বে) ৫ দিন আগে উক্ত তিন স্টেশনে মোট যাত্রী হয়েছে ৪২ হাজার ৬০’শ ১২জন যাত্রী এবং রাজস্ব আয় হয়েছে ১১ কোটি ৮০ লাখ ৮৭ হাজার ৫’শ ১৭ টাকা। এর মধ্যে আগের তুলনায় এবার যাত্রী বেড়েছে ৫৭ হাজার ৭’শ ৭২ জন এবং রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ৬’শ ১৬ টাকা। এভাবে এ বছর বা ২০১৭ সালের ঈদের ৫দিন আগে কমলাপুর রেল স্টেশনে মোট যাত্রী ২ লাখ ২৩ হাজার ১৩ জন ও রাজস্ব আয় হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯’শ ২৯ টাকা, বিমানবন্দরে মোট যাত্রী ৪৯ হাজার ২১ জন এবং রাজস্ব আয় ১ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৫’শ ৫০ টাকা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মোট যাত্রী ৯৬ হাজার ২’শ ৬ জন এবং রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৬৩ লাখ ৭৪ হাজার ২২ টাকা।
একইভাবে গত বছর ২০১৬ সালের ঈদের ৫দিন আগে কমলাপুর রেল স্টেশনে মোট যাত্রী ১ লাখ ৭৭ হাজার ৯’শ ৭৫ জন ও রাজস্ব আয় হয়েছিল ৪ কোটি ৪০ লাখ ৭৬ হাজার ৯’শ ৯৬ টাকা, বিমানবন্দরে মোট যাত্রী ৪২ হাজার ৮’শ ৫৪ জন এবং রাজস্ব আয় ৯৬ লাখ ৬৩ হাজার ৯’শ ৮৪ টাকা, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মোট যাত্রী ৮৯ হাজার ৬’শ ৩৯ জন এবং রাজস্ব আয় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৫ হাজার ৩’শ ৫ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার