রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় এক প্রতিবন্ধী রিকশাচালক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রশিদ, বয়স ৪২ বছর। সোমবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ কিশোরগঞ্জের হাসান আলীর ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাতুয়াইল মাতৃসদনের সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস রশিদকে ধাক্কা দেয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশিদ মাতুয়াইল ভুঁইয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
বিডি-প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ