কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে উদ্ধারের পর রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সকাল ৯টা ১০ মিনিটের দিকে তাকে আদাবর থানায় আনা হয়।
বর্তমানে তাকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনূর রহমানের কক্ষে রাখা হয়েছে। আর কক্ষের বাইরে ফরহাদ মজহারের স্বজনরা অবস্থান করছেন।
এর আগে, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী ফরিদা আক্তার রাজধানীর আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার জিডি নং ১০১।
সোমবার ভোর ৫টার দিকে পরিচিত একজন ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায় না। এরপর স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। এতে স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি ডিএমপি’র তেজগাঁও বিভাগ পুলিশকে জানান। তারপর থেকে উদ্ধারে আগ পর্যন্ত র্যাব-পুলিশের অভিযান অব্যাহত ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার