গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি: নামক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১০ জনের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা গেছে।
এরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের লুৎফুল হকের ছেলে মঞ্জরুল হক, একই এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে আব্দুস সালাম, বগুড়ার কাইয়ুম আলীর ছেলে সালকীন হোসেন, একই এলাকার সাহাব আলীর ছেলে মাহবুবুর রহমান, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত সাগর আলীর ছেলে হাবিবুর রহমান, রাজবাড়ীর মনিন্দ্র নাথ শীলের ছেলে বিপ্লব চন্দ্র শীল,
চাঁদপুরের বাচ্চু দেওয়ানের ছেলে গিয়াস উদ্দিন। আজ মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ইঞ্জিনিয়ার আমির হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বয়লার বিস্ফোরণে এ পর্যন্ত আহত হয়েছে অর্ধশতাধিক শ্রমিক। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামক কারখানাটিতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় আশেপাশের মন্ডল গ্রুপ, ইসলাম গার্মেন্টস, ডেল্টাসহ অন্তত ১০ পোশাক কারখানা মঙ্গলবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কারখানা এলাকার চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা