কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে গতকাল রাতে উদ্ধারের পর আজ সকালে রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধারের আগে সোমবার রাত আটটার দিকে তাকে খুলনার নিউ গ্রিল হাউজ নামে একটি হোটেলে দেখা গেছে বলে দাবি করেছেন ওই হোটেলের মালিক। তিনি সেই হোটেলে ভাত খেয়েছেন বলেও দাবি করেছেন।
হোটেলের মালিক আবদুল মান্নান দাবি করেছেন, তার হোটেলে ডাল ও সবজি দিয়ে ভাত খেয়েছেন ফরহাদ মজহার। রাত আটটা সময় খেয়ে তিনি ওই হোটেল ত্যাগ করেন। এসময় তার পরনে লুঙ্গি ও মাথায় সাদা কাপড় ছিল। টেলিভিশনে ফরহাদ মজহারের ছবি দেখে তিনি তাকে চিনতে পেরেছেন বলেও দাবি করেন আবদুল মান্নান। পরে তিনি র্যাবকে খবর দেন।
হোটেলের ক্যাশিয়ার ইব্রাহিম জানিয়েছেন, তার (ফরহাদ মজহার) ১৭০ টাকা বিল হয়েছিল। তিনি নিজে বিল পরিশোধ করে হোটেল থেকে বের হয়ে যান।
উল্লেখ্য, সোমবার ভোরে মোহাম্মদপুর লিংক রোডের বাসা থেকে বেরিয়ে অপহরণের শিকার হন ফরহাদ মজহার। পরে তিনি তার স্ত্রীকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এরপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।