হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৬৮৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান আজ সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা এসব সিগারেট ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের। যার বাজার মূল্য ৫৪ লাখ ৭২ হাজার টাকা।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা শাহজালালে অভিযান চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ১,৩৬,৮০০ শলাকা ( ৬৮৪ কার্টন) বিদেশি সিগারেট জব্দ করেছে। আটক যাত্রীরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা এলাকার মো. বেল্লাল উদ্দিন ও চট্টগ্রামের সাতকানিয়া এলাকার মো. রুবেল।
বিডি প্রতিদিন/এ মজুমদার