রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নুর মোহাম্মদ ওরফে নুরু ও মোহাম্মদ আবুল কালাম নামে দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
তিনি জানান, সোমবার রাতে মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে হয়েছে।
এদিকে, গ্রেফতারের পর তাদের কাছ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ফেনসিডিল বিক্রয় করে আসছিল বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ওয়াসিফ