গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিক পরিবার প্রতি ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ ও অনুদান হিসেবে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লি: নামক কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে অর্ধ শতাধিক।
বিডি প্রতিদিন/৪ জুলাই, ২০১৭/ফারজানা