গাজীপুরের কাশিমপুরে মাল্টি ফ্যাবস লিমিটেডে যে বয়লার বিস্ফোরণ ঘটেছে তার মেয়াদ ৯ দিন আগেই শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলামকে প্রধান করে গঠিত আট সদস্যের এ কমিটি মঙ্গলবার সকালে কাজ শুরু করে।
কমিটির অন্য সদস্যরা হলেন - পুলিশ, শিল্প পুলিশ, ফায়ার সার্ভিস, বয়লার পরিদর্শক, কলকারখানা পরিদপ্তর, বিজিএমইএ এবং গাজীপুর সিটি করপোরেশনের কর্মকর্তা।
তদন্ত কমিটির প্রধান রায়হানুল ইসলাম বলেন, “আমরা সাতটি কারণ সামনে রেখে তদন্তকাজ শুরু করেছি। তদন্তের শুরুতে কাগজপত্র দেখে জানতে পেরেছি, ওই বয়লারটির রিনিউ করার মেয়াদ শেষ হয়েছে গেল ২৪ জুন। তবে এ জন্যই যে বয়লারটি বিস্ফোরিত হয়েছে তা এখনও নিশ্চিত হতে পরেননি বলে তিনি জানান।
উল্লেখ্য, বয়লার বিস্ফোরণে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন