দুর্নীতিগ্রস্ত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী ও জালিয়াত সংগঠনের 'তকমা' থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা দুর্নীতির পাহাড়ের ওপর বসে মিথ্যাচার বন্ধ করে সন্ত্রাসী ও জালিয়াত সংগঠনের তকমা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।’
বিএনপিকে একটি দুর্নীতিগ্রস্ত সংগঠন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। শুধু তিনিই নন, বিএনপি’র তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম