চট্টগ্রাম নগরীর বাংলাবাজার ডেবারপাড় এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. ফরিদকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ।
গ্রেফতার ফরিদ নগরীর বায়েজিদ আবাসিক এলাকার মুক্তিযোদ্ধা কলোনির ডা. এসএম কামাল উদ্দিনের ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, চট্টগ্রাম নগরীর বাংলাবাজার ডেবারপাড় এলাকার পাহাড়ি জঙ্গলে আস্তানা গেড়ে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল মো. ফরিদ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানা পুলিশ ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে।
বাংলাবাজার ডেবারপাড় এলাকার পাহাড়ি জঙ্গলে আস্তানা গেড়ে ফরিদ নগরীতে ডাকাতি, খুন অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম