বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজার সংলগ্ন খালে ইট বোঝাই একটি ট্রলারের ধাক্কায় একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেতুর ভেঙে পড়া অংশের চাপে ট্রলারটি ঘটনাস্থলেই ডুবে যায়। ট্রলারে থাকা ৪ শ্রমিককের মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুই জনের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা কিংবা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট গোপাল সেন।
দুর্ঘটনার খবরে স্থানীয় এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট গোপাল সেন ও ধামুরা ইউপি সদস্য কালাম মোল্লা জানান, মাদারীপুর থেকে প্রায় ১০ হাজার ইটবোঝাই করে স্টিলের তৈরি একটি ট্রলার ধামুরার উদ্দেশ্যে যাচ্ছিলো। সন্ধ্যার আগ মুহূর্তে ট্রলারটি ধামুরা মাছ বাজার সংলগ্ন ব্রিজ অতিক্রম করছিলো। খালে স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজার সংলগ্ন ব্রিজের নীচের একটি পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি বিধ্বস্ত হয়ে ব্রিজের বিশাল অংশ ভেঙে পড়ে। এবং সেই অংশ আবার ট্রলারের ওপর পড়লে ইটবোঝাই ট্রলারটি তাৎক্ষণিকভাবে ডুবে যায়।
কালাম মোল্লা ও অ্যাডভোকেট গোপাল সেন জানান, স্থানীয় লোকজন বিকেলে ব্রিজের ওপর বসে সময় কাটায়। এদিন বিকেলেও অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা ব্রিজের উপর আড্ডা দিচ্ছিলো। ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে তারা সকলেই খালে পড়ে। এ অবস্থায় তারা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। এতে কয়েকজন সামান্য আহত হয়।
অ্যাডভোকেট গোপাল জানান, ট্রলারে থাকা ৪ জন শ্রমিকের মধ্যে ২ জন সাঁতরে তীরে উঠতে পেরেছে। অপর দুইজন কি সাঁতরে তীরে উঠে পালিয়ে গেছে নাকি ডুবে যাওয়া ট্রলারে চাপা পড়ে আছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, ইটবোঝাই ট্রলারের ধাক্কায় ব্রিজের মাঝের অংশ ভেঙে পড়ে কয়েকজন সামান্য আহত হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারে কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হতে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ডাকা হয়েছে। বরিশাল ও উজিরপুর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা খালে তল্লাশীসহ সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে ট্রলার মালিক মো. মোতালেব তাকে জানিয়েছেন যে তিনিসহ ট্রলারে মোট ৮ জন ছিলেন। তাদের মধ্যে ৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পেরেছে। যারা সাঁতরে তীরে উঠতে পেরেছেন তারা আত্মগোপন করায় অপর তিন শ্রমিককের ভাগ্যের ব্যাপারে কোন কিছু নিশ্চিত হওয়া যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৭/মাহবুব