রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকায় গাছের আম পাড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দাবি, তার পায়ে গুলি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন আনারুল ইসলামের ছেলে আবদুল হালিম ওরফে সবুজ (২৫) ও আক্তার আলীর ছেলে নুরুল ইসলাম (২৬)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, এলাকার একটি বাগানে আম পাড়াকে কেন্দ্র করে দুইপক্ষের এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই সংঘর্ষ থেমে যায়।
ওসি জানান, আহতদের মধ্যে নুরুল ইসলাম দাবি করেছেন প্রতিপক্ষের লোকজন তার পায়ে গুলি করেছে। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত না। পরবর্তীতে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। রেললাইনের পাশে সংঘর্ষ ঘটায় পাথরের আঘাতে নুরুল আহত হতে পারেন বলেও মন্তব্য করেন ওসি।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৭/মাহবুব