গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকার মাল্টিফ্যাবস লিমিটেড পোশাক কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনায় তিন জনের নাম উল্লেখ সহ ৮/১০ জনকে অজ্ঞাত আসামী করে জয়দেবপুর থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুর রশিদ বাদী হয়ে মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় এ মামলা করেন। মামলা নং ১২।
বিডি প্রতিদিন/৫ জুলাই, ২০১৭/ফারজানা