হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ নাসিমা ও জেসমিন নামে দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার মাসকাট থেকে আগত রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে পৌঁছালে তাদের আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, তাদের কাছে ২০ পিচ করে মোট ৪০ পিচ স্বর্ণেরবার (৪ কেজি ৬ গ্রাম) উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা।
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৭/আরাফাত