গাজীপুরের কাশিমপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর ওই মামলার আসামির তালিকায় রয়েছে কারখানার নিহত তিন শ্রমিকের নাম।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন জানান, মঙ্গলবার রাতে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশীদ মামলাটি দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। মামলায় কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম (৪৮), শ্রমিক মনছুরুল হক (৪১) ও এরশাদ হোসেনের (৩৭) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরো আট-দশজনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুরের এক পোশাক কারখানার বয়লার বিস্ফোরণে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষে পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। উভয় কমিটি মঙ্গলবার সকালে শুরু করেছে কাজ তদন্ত।
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৭/আরাফাত