রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় রাফসান হোসেন রুবেলসহ চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে বুধবার অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান খান।
মামলার অপর তিন আসামি হলেন- সানাউদ্দিন মিনা, আল আমিন ও ইমরান।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ডেকে নিয়ে যান রুবেল নামের ওই যুবক। পরে ওই তরুণীকে প্রাণের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়।
ওই ঘটনায় রাফসান হোসেন রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন ওই তরুণী। রুবেলকে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপর আসামিদের নাম বলেন তিনি।
বিডি প্রতিদিন/০৫ জুলাই ২০১৭/আরাফাত