সোনা চোরাচালানের দায়ে বদিউল আলম নামে এক ব্যক্তিকে ৬ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের একটি আদালত। জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বুধবার এ আদেশ দেন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল সেশন জজ শাহ নুর। দন্ডপ্রাপ্ত বদিউল আলম রাউজানের পশ্চিম গুজরা এলাকার নোয়া মিয়ার ছেলে।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, সোনা চোরাচালানের অভিযোগ প্রমানীত হওয়ায় বদিউল আলমকে জেল-জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ অক্টোবর ৪৫টি সোনার বারসহ বদিউল আলমকে গ্রেফতার করে কাস্টমস। ২০১৫ সালের ৯ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। ৩০ আগষ্ট অভিযোগ গঠন করা হয়। ১০ জনের সাক্ষ্য শেষে এ আদেশ দেন আদালত।