অস্ত্র ও ইয়াবাসহ জলদস্যূ সর্দার ও কামাল বাহিনীর প্রধান কালামকে গ্রেফতার করেছে র্যাব-৭। এসময় তার কাছ থেকে ৮টি বিভিন্ন ধরণের অস্ত্র, বিপুল ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ সাড়ে ষোল লাখ টাকা জব্দ করা হয়।
বুধবার নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ কর্মকর্তা লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপকুলীয় এলাকার ত্রাস ও কালাম বাহিনীর প্রধান কালামকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৮টি দেশীয় তৈরি বিভিন্ন ধরণের অস্ত্র, ২ হাজার পিস ইয়াবা, ২৫ রাউন্ড গুলি, ২৬টি মোবাইল জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ অন্যান্য ধারায় চারটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়- কালাম উপকুলীয় এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।