সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বাসের চাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের সংখ্যা দুই বলে জানিয়েছেন। অন্যদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্লাহ জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রাবাহী বাস বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
অন্যদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আক্কাস উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের সবাই পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।