কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্ধডাকাপারা এলাকা থেকে মালেক ও আব্বাস নামে দুইজনকে পিস্তলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৫টায় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে, পূর্ব বন্ধডাকপারা এলাকার জনৈক গিয়াসউদ্দিনের ভাড়াটে ভাড়িতে একদল সন্ত্রাসী আত্মগোপন করে অস্ত্র কেনা-বেচার পায়তারা করছে। এমন সংবাদের ভিত্তিতে এএসঅই আমিনুলসহ একটি চৌকসদল নিয়ে সেখানে অভিযানে চালাই। অভিযানে গ্রেফতার হওয়া আব্দুল মালেকের বসত ঘর থেকে তাকেসহ তার চাচাত ভাই আব্বাসকে আটক করি। পরে মালেকের স্বীকারোক্তি মোতাবেক তার ঘরের টিভির পেছন থেকে ম্যাগজিনসহ একটি নাইন এম এম পিস্তল উদ্ধার করি।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, গোপন সংবাদেও ভিত্তিত্বে একটি পুরনো নাইন এম এম অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এস আই মেহেদী হাসান বাদী হয়ে নিজ দখলে বেআইনিভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।