আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হলো বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী)’র উদ্যোগে আয়োজিত ‘ জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দেশে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক। কারণ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে জামায়াতে ইসলামীও রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ সরকারের জঙ্গি বিরোধী অভিযানে যারা ধরা পড়েছে তারা সবাই হয়তো জামায়াতের রাজনীতির সাথে জড়িত কিংবা ইসলামী ছাত্র শিবিরের সাবেক বা বর্তমান নেতা।’
সংগঠনের সভাপতি বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন টয়েল।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৭/এনায়েত করিম