হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৪৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ ইউনিট। জানা যায়, মোহাম্মদ হাসান (৩৪) নামের এক যাত্রীর কাছ থেকে জব্দ হওয়া সিগারেটগুলো ৩০৩ ব্রান্ডের, যার বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) আহসানুল কবীর আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটের কেইউ ২৮৩ করে কুয়েত থেকে সিগারেটগুলো আনা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার