চট্টগ্রাম মহানগরের চান্দগাও থানাধীন বাহির সিগন্যাল এলাকার শংকর দেওয়ানজীর হাট এলাকায় গৃহবধু পিংকি নাথকে (২৫) শ্বশুর বাড়িতে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পিংকি একই এলাকার শিবলু কুমার নাথের স্ত্রী এবং রাউজানের ধামাইরহাট এলাকার অজিত দেবনাথের মেয়ে। পিংকির ৫ বছর বয়সী একটি মেয়ে আছে।
নিহতের ভাই সঞ্জয় দেবনাথ অভিযোগ করে বলেন, গত বুধবার রাতে আমার বোন আর বোনের জামাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে কোন এক সময়ে বোন জামাই, শ্বশুর, শাশুড়ী মিলে আমার বোনকে মেরে ফেলে। তার গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন আছে। পাশের বাসার লোকজন আমাদের বলেছে, প্রায়সময় আমার বোনকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতো, প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতো।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, শংকর দেওয়ানজীহাট এলাকায় পিংকি নাথ নামে এক গৃহবধূর আত্মহত্যার খবরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা, তা জানা যাবে। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার