স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজশাহীর মানুষ যেভাবে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, এখন আবার তারা সেভাবেই জঙ্গিবাদ মোকাবিলায় এগিয়ে এসেছে। অন্যান্য দেশ যেখানে জঙ্গিদের নির্মূলে বেগ পাচ্ছে, সেখানে বাংলাদেশ সফলতার সঙ্গে সেই কাজটি করতে পেরেছে।
বুধবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগের চেয়ে সীমান্ত হত্যা অনেক কমেছে। গত ৫ বছরের চিত্র দেখলে সেটি বোঝা যায়। ভারত সরকার এক্ষেত্রে সহযোগিতা করছে। বিএনপি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা অপরাধ করেছে, তাদের নামে হওয়া মামলা প্রত্যাহার করলে অপরাধীরা আরও উৎসাহিত হবে। আইন আইনের গতিতে চলবে। নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইনে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মাদক নির্মুল করা একটা বড় চ্যালেঞ্জ। মাদক আমাদের জন্য একটি অবশ্যই বড় চ্যালেঞ্জ। কারাগারগুলোতে দেখা যায়, বন্দী যারা আছেন, বেশিরভাগই মাদক মামলার আসামি। তারপরেও কেন আমরা পারছি না? এ জন্য সমাজকে এগিয়ে আসতে হবে। নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, মাদক একটা বিরাট অভিশাপ। এ চ্যালেঞ্জকে মোকাবিলায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরাও আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে মাদক নির্মুলের চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমাদের দেশ মাদক প্রস্তুত করে না। পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক পাচার করা হয়। এটি নির্মুলের জন্য, মাদক বন্ধের জন্য আমরা দুই দেশের সঙ্গে কুটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, মাদক পাচার বন্ধে ভারত সরকার এবং তাদের সীমান্তরক্ষী বাহিনী খুবই ভালো সাড়া দিয়েছে। তারা সীমান্তের ফেনসিডিল কারখানাগুলো বন্ধ করে দেয়ার প্রচেষ্টা নিয়েছে। এ ব্যাপারে মায়ানমারও বাংলাদেশকে সহযোগীতা করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা এবং সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান।
আরএমপির কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক এমপি জিন্নাতুন নেশা তালুকদার, কবি কাজী রোজী, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে র্যালি, কেক কাটা এবং পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন