১৮ এপ্রিল, ২০১৯ ১৫:২৪

নিপুন রায়কে ভারত যেতে বাধা, ফিরে আসলেন বিমানবন্দর থেকে

অনলাইন ডেস্ক

নিপুন রায়কে ভারত যেতে বাধা, ফিরে আসলেন বিমানবন্দর থেকে

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে ভারতে যেতে অনুমতি না দিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি ফ্লাইটে করে স্বামী ও মেয়েকে ভারতে যাওয়ার কথা ছিল। পরে একাধিক মামলার আসামি হওয়ার কথা বলে তাকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ।

এ বিষয়ে গণমাধ্যম নিপুণ রায় চৌধুরী জানান, ব্যক্তিগত কাজে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। তারপরও মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি আমাকে।

প্রসঙ্গত, নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। এর আগে গত ৯ মার্চ গয়েশ্বর চন্দ্র রায়কেও ভারতে যেতে বাধা দেয় ইমিগ্রেশন পুলিশ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর