গরমে কুমিল্লায় ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগীর সংখ্যা বাড়েছে। তার মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশী। প্রতিদিনই কুমিল্লার সরকারি-বেসরকারি হাসপাতাগুলোতে এসব সমস্যা নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে।
মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও অ্যাজমাসহ নানা সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীরা বেডের অভাবে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের সংক্রামক ব্যাধি, মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগী সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
শিশু বিভাগে দুটি ওয়ার্ডে বত্রিশটি বেডে ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। প্রতিদিনই পঞ্চাশ থেকে সত্তরের অধিক রোগী ভর্তি হচ্ছে। মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডের তেইশটি বেড থাকলেও সত্তরের বেশী রোগী ভর্তি রয়েছে। একই অবস্থা মহিলা ওয়ার্ডেও। সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ডায়রিয়া আক্রান্ত রোগীও প্রতিদিন বাড়ছে।
ডায়রিয়ায় আক্রান্ত শিশুর মা রোজিনা আক্তার বলেন, প্রচন্ড গরমে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গত শনিবার তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার জানায় অতিরিক্ত গরম থেকে শিশুটি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ্রা দত্ত জানান, রোগী বাড়লেও তারা সাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছেন। খাবারে সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্ন থাকলে রোগগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর