অভয়াশ্রমে ইলিশ শিকারে ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও বুধবার ইলিশের আধিক্য নেই বরিশালের মোকামে। আজ বুধবার সকাল থেকে বরিশালের ইলিশের পাইকারী বাজারে স্থানীয় নদীর কিছু সরবরাহ হলেও তা প্রয়োজনের তুলানায় একেবারে কম ছিল। যা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক কম বলে জানিয়েছেন ইলিশের আড়ৎদাররা।
ইলিশ সংশ্লিষ্টরা জানান, মূলত ইলিশের মৌসুম শুরু হবে আষাঢ়-শ্রাবণ মাসে। ওই সময়ে ইলিশের আধিক্য বেশি থাকে। এখন মৌসুম না হওয়ার কারণে ইলিশ কম। এছাড়া ৩০ এপ্রিল মধ্য রাতের পর জেলেরা নদীতে জাল ফেলার সুযোগ পেলেও নদীতে সেভাবে ইলিশ নেই বলে জানান তারা। আর এ কারণেই বরিশালের বাজারে আজ ইলিশের সরবরাহ কম।
একই কারণে বাজারে অন্য মাছের সরবরাহও কম। তবে ২ মাসের নিষেধাজ্ঞা সফল হওয়ায় খুব শিগগিরই বাজারে সকল ধরনের মাছের সরবরাহ বাড়বে বলে আশা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের।
বিডি প্রতিদিন/এনায়েত করিম