২০ মে, ২০১৯ ১৭:৪২

'রাজধানীর গণপরিবহনে টিকিট বাধ্যতামূলক করা হচ্ছে'

অনলাইন ডেস্ক

'রাজধানীর গণপরিবহনে টিকিট বাধ্যতামূলক করা হচ্ছে'

ফাইল ছবি

রাজধানীর গণপরিবহনে যাত্রী পরিবহনে টিকিটিং ব্যবস্থা বাধ্যতামূলক করা হচ্ছে ঈদের পর থেকে। এতে করে বিদ্যমান গণপরিবহনগুলো টিকিট ছাড়া আর কোনো যাত্রী ওঠা-নামা কিংবা যাত্রী পরিবহন করতে পারবে না।

 
আজ সোমবার (২০ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে সাংবাদিকদের একথা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। 

মেয়র বলেন, বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা শহরের কোথাও টিকিট ছাড়া গণপরিবহনে যাত্রী চলাচল করতে পারবে না। এতে করে বিদ্যমান যে বাস সংকট এবং যাত্রীদের দুর্ভোগ তার পরিত্রাণ হবে। আগামী ২৭ মে থেকে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলেও জানান সাঈদ খোকন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর