বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
রাসিকের স্বাস্থ্যসেবার প্রশংসায় ১১ সিটির স্বাস্থ্য কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
.jpg)
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেছেন দেশের অন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার দুপুরে একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে এসে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করেন তারা। নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় দেশের ১১টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্ত, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেয়। এর কারণে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিস্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন দুর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি করপোরেশনের তাদের এই সফলতা আগামীতেও ধরে রাখবে এই প্রত্যাশা করি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি করপোরেশন দেশের রোল মডেল। আমরা রাজশাহী সিটি করপোরেশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ স্বাস্থ্য সেবার প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসান প্রমুখ।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর