বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
রাসিকের স্বাস্থ্যসেবার প্রশংসায় ১১ সিটির স্বাস্থ্য কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেছেন দেশের অন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার দুপুরে একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে এসে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করেন তারা। নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় দেশের ১১টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্ত, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেয়। এর কারণে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিস্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন দুর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি করপোরেশনের তাদের এই সফলতা আগামীতেও ধরে রাখবে এই প্রত্যাশা করি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি করপোরেশন দেশের রোল মডেল। আমরা রাজশাহী সিটি করপোরেশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ স্বাস্থ্য সেবার প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসান প্রমুখ।
এই বিভাগের আরও খবর