বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
রাসিকের স্বাস্থ্যসেবার প্রশংসায় ১১ সিটির স্বাস্থ্য কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেছেন দেশের অন্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার দুপুরে একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময়ে এসে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে বৈঠক করেন তারা। নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভা কক্ষে ইপিআই একচেঞ্জ ভিজিট কার্যক্রম বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় দেশের ১১টি সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্ত, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেবা পৌঁছে দেয়। এর কারণে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে রাসিক। সবাই মিলে একসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যমাত্রাকে আরও এগিয়ে নিতে চাই।
শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।
সভায় কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ্দিন চিশতি বলেন, রাজশাহী সিটি করপোরেশনের রাস্তাঘাট, ফুটপাত অনেক পরিস্কার। রাস্তা দিয়ে যাওয়ার সময় কোন দুর্গন্ধ পাইনি। রাজশাহী সিটি করপোরেশনের তাদের এই সফলতা আগামীতেও ধরে রাখবে এই প্রত্যাশা করি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী সিটি করপোরেশন দেশের রোল মডেল। আমরা রাজশাহী সিটি করপোরেশনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। এছাড়া অন্যান্য সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ স্বাস্থ্য সেবার প্রশংসা করেন।
সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব রেজাউল করিম, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমাত উল্লাহ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলী, বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ হাসান প্রমুখ।
এই বিভাগের আরও খবর