সাময়িক বিরতির পর হংকংয়ে ফের চাঙ্গা হয়ে উঠেছে বিক্ষোভের আগুন। চীনের সঙ্গে বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল বাতিলসহ বেশ কিছু দাবিতে শুক্রবার পার্লামেন্টসহ পুলিশ সদর দফতর ঘেরাও করেছেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা বিক্ষোভে এবার সরাসরি নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। খবর আল জাজিরা'র।
হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যর্পণ বিল প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়। বৃহস্পতিবার সময় শেষ হলে শুক্রবার ফের রাজপথে নামে তারা।
এর আগে আন্দোলনের মুখে এক সংবাদ সম্মেলনে চীনের সঙ্গে বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা দেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি একটাই, ক্যারি লামকে অবশ্যই অফিস ত্যাগ করতে হবে। বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল বাতিল করতে হবে। সহিংস আক্রমণের জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে।
সপ্তাহব্যাপী ওই আন্দোলনে এখন পর্যন্ত ৭২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সংঘর্ষে এখন পর্যন্ত ২১ জন পুলিশ আহত হয়েছেন। এ পর্যন্ত ৩২ আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল