বরিশালে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ৯টায় নগরীর ১১নং ওয়ার্ডের স্টেডিয়াম কলোনীতে কয়েকটি শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাইয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ।
এদিকে সকাল ৯টায় বরিশাল সদর হাস্পাতালে সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন জেলার ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন ।
এবার বরিশালে ৩ লাখ ৫৬ হাজার ৪শ’ ৬৩জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
নগরীতে মোট ৪৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো লক্ষ মাত্রা নির্ধারণ হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ২০জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ৪৪ হাজার ৪শ’ ৮০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীতে মোট ২শ’ ২০টি কেন্দ্রে ৫শ’ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে।
জেলায় ২ হাজার ৫০ টিকাদান কেন্দ্র এবং ৪ হাজার ১শ’ স্বেচ্ছাসেবক এই কাজে নিয়োজিত করা হয়েছে।
ভিটামিন এ শিশুর স্বাভাবিক দৃস্টি বজায় রাখে। ফলে রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ