নানা আয়োজনে গাজীপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রবিবার প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়।
শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন নেতৃবৃন্দ। এসব অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল