নানা আয়োজনে রাজশাহীতে উদযাপন করা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা ও নগর আওয়ামী লীগ। ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে দলটি।
সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় কার্যালয়ে ৭০ পাউন্ডের কেক কেটে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি শাহীন আকতার রেনী।
নগরীর লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা বেগম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ