বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৮টায় নগরীর সদর রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
এসময় তার সাথে ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ৯টায় নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নেতাকর্মীরা। এরপর সেখানে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
উদ্বোধন শেষে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল