বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীতে এক আনন্দ র্যালি বের করে। এই র্যালিতে নেতৃত্ব দেন সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুল হক মুজিব এমপি। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। আলোচনায় আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৯/মাহবুব