সিলেট সিটি করপোরেশনকে তিনটি স্কুলবাস প্রদান করেছে গাড়ি বিপণনকারী প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপ।
রবিবার বিকেলে নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে বাস তিনটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।
বাস হস্তান্তর অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নিটল মটরস সিলেটের ডিলার জালালাবাদ মটরসের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এহতেশামুল হক চৌধুরীসহ সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা ও নিটল মটরসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র জানান, সিলেট নগরীতে পাবলিক পরিবহন না থাকায় শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নিটল মটরসের দেওয়া বাসগুলো শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে অনেক সহযোগিতা করবে। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের পক্ষ থেকে স্কুলবাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন