রাজশাহী মহানগর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি মশিউর রহমান রনিকে কুপিয়ে জখম করেছে একই দলের প্রতিপক্ষ গ্রুপ। আহত রনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১১টার দিকে মহানগর যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড (পশ্চিম) সভাপতি মশিউর রহমান রনি (৪০) নগরীর তেরখাদিয়া এলাকার বাসা থেকে মোটরসাইকেলে উপ-শহর নিউমার্কেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় একই ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বাবর আলীর নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার দুই হাত ও পিঠে কোপ দেয়। রনির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান রনির অভিযোগ, সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারের উপস্থিতিতে ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক বাবর আলী ও জিল্লু তার ওপর হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বলেন, তিনিসহ সিটি কর্পোরেশনের ১২ জন ওয়ার্ড কাউন্সিলর শনিবার রাতভর নগরীতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান তদারকি করেন। রবিবার সকালে বাসায় ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। দুুপুর ১২টার দিকে ঘুম থেকে উঠে তিনি রনির ওপর হামলার খবর শুনতে পান।
আনার আরও বলেন, রনির সঙ্গে তার রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই। ওয়ার্ড যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তার ওপর হামলা হয়েছে।
ঘটনার পর চিকিৎসাধীন রনিকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক আহসানুল হক পিন্টু। তিনি জানান, রনির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিডি প্রতিদিন/২৩ জুন, ২০১৯/আরাফাত