রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে একের পর এক বিশাল দেহী ষাঁড় নিয়ে হইচই পড়ে যাচ্ছে। হাটে ডোনাল্ড ট্রাম্প ও মাফিয়া ডনদের ভিড়ে এবার যুক্ত হলো বাহুবলীও। ঢাকার রাজধানীর কমলাপুর কোরবানির হাটে ২৭ মণ ওজনের ‘বাহুবলী’ নিয়ে এসেছেন সিরাজগঞ্জের এক গরু ব্যবসায়ী। সবার নজর কাড়া এই ষাঁড়টির মূল্য হাঁকানো ১৩ লাখ টাকা।
জানা গেছে, সিরাজগঞ্জের শাহজাদপুরের ‘এফ অ্যান্ড এফ এগ্রো ফার্ম’থেকে আনা হয়েছে ষাঁড়টি। এফ অ্যান্ড এফ এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী ফিরোজ হাসান অনিক গণমাধ্যমকে জানান, শুধু কোরবানি ঈদে বিক্রির উদ্দেশ্যে পাঁচ বছর ধরে সন্তানের মতো করে এ ষাঁড়টি লালন-পালন করেছেন তিনি। তার খামারের সবচেয়ে বড় দুটি গরুর মধ্যে এটি একটি।
এদিকে, ষাঁড়টি দেখতে হাটে ভিড় জমাচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। তাদের অনেকেই ষাঁড়টির সঙ্গে সেলফি তুলছেন। শোনা যাচ্ছে, এখন পর্যন্ত ষাঁড়টি সাড়ে ৮ লাখ টাকা পর্যন্ত দাম বলছেন ক্রেতারা। তবে মালিক ফিরোজ হাসান অনিক ১৩ লাখ টাকা হলে ষাঁড়টি বিক্রি করবেন। উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা খুবই নিকটে। এমন সময় রাজধানীসহ সারাদেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। কোরবানি হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প, মাফিয়া ডন ও বাহুবলীর মত বিশাল দেহী ষাঁড়।
বিডি-প্রতিদিন/শফিক