রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে একের পর এক বিশাল দেহী ষাঁড় নিয়ে হইচই পড়ে যাচ্ছে। হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প, থাকছে মাফিয়া ডন আর টাইগারও। কোরবানির পশুগুলো এমন সব নামেই হাটে আসছে। বিক্রি হচ্ছে ১৫ থকে ২৫ লাখ টাকায়।
জানা গেছে, পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার। এক নজর দেখতে তাই বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে। ২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করেতে সময় লেগেছে পাঁচ বছর। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ।
হাটে ডোনাল্ড ট্রাম্প ও মাফিয়া ডনদের ভিড়ে এবার যুক্ত হলো বাহুবলীও। ঢাকার রাজধানীর কমলাপুর কোরবানির হাটে ২৭ মণ ওজনের ‘বাহুবলী’ নিয়ে এসেছেন সিরাজগঞ্জের এক গরু ব্যবসায়ী। সবার নজর কাড়া এই ষাঁড়টির মূল্য হাঁকানো ১৩ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/শফিক