ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (০৯ আগস্ট) কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই এ সেতু খুলে দেওয়া হয়। এতে মহাসড়কে যানবাহনের চাপ কমে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রফিকুল হক জানান, ফ্লাইওভারটি খুলে দেওয়ার ফলে যানজট অনেকটাই কমে গেছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল সেটি এখন একেবারেই নেই। ফ্লাইওভারটি খুলে দেয়ায় আমাদের জন্য উপকার হয়েছে পাশাপাশি ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে।
বিডি প্রতিদিন/হিমেল